Popular Posts

Thursday, December 1, 2011

ঘোলা ছবি পরিস্কার করুন এক সেকেন্ডে!!! (আকর্ষনীয় সব নতুন ফিচারে) স্বপ্ন নয় সত্তি !!

আমরা প্রয়োজনে বা অপ্রয়োজনে অনেক ছবি তুলে থাকি। অনেক সময় দেখা যায় ছবি ঘোলা আসে বা মোবাইলে ছবি তোলার কারনে ছবিটা অত পরিস্কার না। আর এই ঘোলা ছবিকে অপটিমাইজ করে পরিস্কার ও আরও আকর্ষনীয় করে তুলতে পারে এই সফটওয়্যার |
ছবি লোড করে শুধু optimize বাটনে ক্লিক করুন আর দেখুন যাদু!

অনেক সময় ভুলভাবে ছবি তোলার কারনে চোখে লাল একটা আলো পড়ে। এই Red eyes সমস্যা সমাধান করুন নিমিষেই!

দিন না নিজের মধুর একটা ছবিতে মজার পুরাতন ইফেক্ট

বা করে রাখুন বন্ধ ফ্রেমে আবদ্ধ!

মজার মজার কালার ইফেক্টও দিতে পারেন

আপনার ছবি দিয়ে খালি ফেক আইডি তৈরি হয়? তাহলে দিয়ে দিন watermark করে আপনার নাম। ছবি থেকে এই নাম কখনই মোছা সম্ভব না।
কি মনে হচ্ছে ফিচার শুধু এগুলাই? মোটেও না। আসলে এত ফিচার বলে শেষ করা যাবে না। তাই বাকিগুলো আপনি নিজেই ব্যবহার করে আবিস্কার করুন। ;)
ডাউনলোডঃ
View Link
আর ফুল ভার্শন করতে রেজিঃফাইল ডাউনলোড করুন এখান থেকে।
ইন্টল করার পর Reg ফাইলটা আনজিপ করে ফাইলটাতে ডাবল ক্লিক করে ok দিলেই ফুল ভার্শন হয়ে যাবে। :D
আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

2 comments:

  1. ধন্যবাদ, সুন্দর খবরটি শেয়ার করার জন্য। আপনার যে কোন তথ্য শেয়ার করতে লিখতে পারেন www.badhonblog.com এ । সবাইকে ভিজিট করার আমন্ত্রণ রইল।

    ReplyDelete