Popular Posts

Sunday, December 11, 2011

New Movie Killer Elite (2011) 480p HD

Killer Elite (2011) 480p HD
 
Direct Download Link:
Fileserve

New Movies Final Destination 5 (2011) 480p BRRip ~ 350MB

Final Destination 5 (2011) 480p BRRip ~ 350MB 
 
Direct Download Link :
Fileserve
If you like my post say thanks or leave some message .

সঠিক নিয়মে একসাথে শিখি, Basic Html-2(নবীনদের জন্য বিশেষ উপকারি )

এর মাধ্যমে আমরা HTML সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করেছি। এখন আমরা HTML ব্যবহার করে কিভাবে একটা ওয়েব পেজের ব্যকগ্রাউন্ড কালার দিতে হয় এবং কিভবে HTML এ HEADING বা শিরোনাম লিখতে হয় সেই বিষয়টি দেখব।

আমাদের প্রয়োজনীয় Code এবং এর বিভিন্ন অংশ:

আমরা একটা নোটপ্যাড open করে নিচের code টুকু লিখি।

<html>

<head>
<title> This is the title of your web site.</title>
</head>
<body bgcolor=”green”>
This is the body of your web site.
</body>
</html>
এখন file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html  ,   Save as type : All files,  দিয়ে save করি । save করা index.html ফাইলটি Internet explorer দিয়ে open করলে নিচের মত দেখাবে।

C0de বিশ্লেষণ:

<html> ,<head>,<title>,<body> ট্যাগ গুলির সাথে আমরা এখন পরিচিত। আমরা যদি একটি ওয়েব পেজে HTML ব্যবহার করে ব্যকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে আমাদেরকে <body> ট্যাগের মধ্যে body লেখার পর একটা স্পেস দিয়ে bgcolor=”  “ লেখতে হবে এখন আমরা “  ”এর মধ্যে BLACK, SILVER, GRAY, WHITE, MAROON, RED, PURPLE, FUSCHSIA, GREEN, LIME, OLIVE, YELLOW, NAVY, BLUE, TEAL এবং AQUA এই ষেলটি রং এর যে কোন একটি লিখলে আমরা আমাদের তৈরিকৃত পেজের ব্যকগ্রাউন্ডে সেই কালারটি দেখতে পাব। যেহেতু case sensitive নয় তাই ছোট হতের অক্ষরে লিখলেও হবে, যেমন আমি লিখেছি
<body bgcolor=”green“>        
এছাড়া আমরা hexadecimal code ব্যবহার করেও ব্যাকগ্রাউন্ড কালার নির্বাচন করে দিতে পারি, যেমন আমরা উপরের কোডটি নিচের মত লেখতে পারি
<body bgcolor=”#00FF00“> 
আমরা PHOTOSHOP এর color piker থেকে সহজেই আমরা বিভিন্ন কালারের জন্য hexadecimal code সংগ্রহ করতে পারি। 
এখানেই শেষ নয় ব্যকগ্রাউন্ড কালার দেওয়ার আরও একটা মজার পদ্ধতি আছে। আমরা জানি  লাল, সবুজ আর নীল এই তিনটি রং হল মৌলিক রং আর অন্য সব রং হচ্ছে এই তিনটি রং এর সংমিশ্রনে তৈরি। তাই আমরা যদি coding  করে এই তিনটি রংকে মিশিয়ে নতুন রং তৈরি করতে পারি ও ব্যবহার করতে পারি তবে তা মন্দ হয় না। তাহলে আমরা সবুজ ব্যকগ্রাউন্ডের জন্য নিচের মত করে লিখতে পারি
<body bgcolor=”rgb(0,255,0)“>     
এখানে rgb অর্থ হল red green blue  আর (0,255,0) এর অর্থ হল রংটিতে যথাক্রমে লাল, সবুজ, নীল  রং এর পরিমান যথাক্রমে 0%, 100%, 0%  কারন আমরা বিশুদ্ধ সবুজ রং নিয়েছি। আর যে কোন রং এর মান 0-255 পর্যন্ত হতে পারে। যেহেতু g বা green এর মান 255 তাই তা 100%। তিনটি রং এর মান 0-255 এর মধ্যে  পরিবর্তন করে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী নতুন নতুন রং তৈরি করতে পারি ।
এইবার আসা জাক কিভবে HTML এ HEADING বা শিরোনাম লিখতে হয় তা জানব

Code:

<html>
   <head>     

      <title> This is title of your web site.</title>
  
   </head>
<body bgcolor=”green”> 
This is the body of your web site.
 <h1>This is an example of  heading 1</h1>
<h2>This is an example of  heading 2</h2>
<h3>This is an example of  heading 3</h3>
<h4>This is an example of  heading 4</h4>
<h5>This is an example of  heading 5</h5>
 <h6>This is an example of  heading 6</h6>
 </body>
</html>

এখন file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html  ,   Save as type : All files,  দিয়ে save করি । save করা index.html ফাইলটি Internet explorer দিয়ে open করলে নিচের মত দেখাবে।

C0de বিশ্লেষণ:

HTML দিয়ে HEADING বা শিরোনাম  লেখার জন্য <h1>,<h2>,<h3>,<h4>,<h5>,<h6> এই ছয়টি ট্যাগ ব্যবহার করা হয়। তবে অবশ্যই ট্যাগগুলির শেষ ট্যাগ অর্থাৎ যথাক্রমে
</h1>,</h2>,</h3>,</h4>,</h5>,</h6> ব্যবহার করতে হবে। <h1>………</h1>  এর মাঝে যে লেখাটি লেখা হবে তার   Size সবচেয়ে বড় হবে  এবং পর্যায়ক্রমে অন্যগুলার  Size ছোট হবে  আমাদের code টি এবং ব্রাওজারে এর প্রদর্শিত রূপটি খেয়াল করলে বিষয়টি অরো স্পষ্ট হবে । 
এখন আমরা যদি <h1> ট্যাগ ব্যবহার করে একটি শিরোনাম লেখতে চাই তবে তা নিচের  code টুকুর মত লেখতে হবে,
                                                                             <h1>This is an example of  heading 1</h1> 
If you like my post say click>> Thanks 
& leave some message .