Popular Posts

Wednesday, November 30, 2011

New Movie The Sorcerer and White Snake 2011

The Sorcerer and White Snake 2011
 Download Link : View Link
Click adf.ly Links -> Wait 5 Sec -> Click [Skip Ad]

New Movie Immortals (2011)

Immortals (2011) 720P HD RiP Single Links

Download Link : View Link
Click adf.ly Links -> Wait 5 Sec -> Click [Skip Ad]

New Movie Colombiana (2011)

Colombiana (2011)

Download Link : View Link
Click adf.ly Links -> Wait 5 Sec -> Click [Skip Ad]

New Movie Real Steel (2011)

Real Steel (2011) PPV RiP Single Links

Download Link : FILESERVE SINGLE LINK  or  FILESONIC SINGLE LINK
Click adf.ly Links -> Wait 5 Sec -> Click [Skip Ad]

Tuesday, November 29, 2011

Eery-Eye Photo Manipulation Advance Tutorial


In this Photoshop tutorial I will be walking you through the making of an interesting art piece, “The Eye, the Key of the Soul.”
In this tutorial we will use the burn tool, dodge tool, brushes, layer modes and more to add an interesting effect to an otherwise regular stock photo.



 
1.
Open up the stock photo you’ve chosen to be working with for this tutorial. Duplicate it once (just in case!) Find and get out the Burn Tool, change the range/mode for it to ‘midtones’ and set the opacity to something light-medium.
Using the burn tool now, pass in turn of the pupil of the eye and in turn of the eye. Now get out the Dodge Tool and set the mode to midtones again. Use the dodge tool to lighten up the pupil and also among where you used the burn tool to darken.










 2. Again using the dodge tool, make some ‘rays’ just outside of the iris, and lighten up any other are as you think may need it.











3.
Now use Lighting Effects (filter > render > lighting effects) to add an interesting lighting effect to the overall photo, you may want to mess around with the colors for the lighting effects filter. Try not to over-saturate the photo though on this step, if your lighting effects affect it too much, go to edit > fade lighting effects and put it at around 50%.










4.
Now it’s time to recolor the center of the eye. Do this by making a new layer (layer > new > layer) and brush a little bit inside of the eye with a soft brush, using the color of your choice (orange). After you’ve made your little bit of brushing inside of the eye, change the layer mode to Color and lower the opacity to around 50-60%.











5.

Using the dodge and burn tools again, add more light/darkness to the pupil to give it a stronger effect.













Next 3 Step it Will be Like this...












" If You Like My post & Want to see next 3 step to completed this tutorial than ask me?"
Thanks
Thank you for reading this tutorial, I hope you enjoyed it! ;)

Monday, November 28, 2011

3 Latest English Movies 2011

The Immortals (2011)

Download Link : View Link  View Link View Link  423 MB
The Sorcerer and White Snake 2011

Download Link : View Link
Fright Night 2011 480p BluRay x264-mSD  477 MB


Download Link : View Link
View Link
Enjoy.

ফটোগ্রাফারদের জন্য কয়েকটি প্রয়োজনীয় লিংক (Don't miss)

#ফটোগ্রাফারদের অনেক সময় হারিয়ে ফেলা ক্যামেরা মেনুয়াল খুজতে হয় .. তখন হাজার চেষ্টা কইরাও পাওয়া যায় না ....
তাতে কি .......
এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন
(১-৫ পেজ পর্যন্ত অনেক গুলো এস.এল.আর ক্যামেরার মেনুয়াল পিডিএফ ই-বুক আছে এখানে । ):):)

# যারা বিভিন্ন ক্যামেরা সম্পর্কে জানতে আগ্রহী তারা এখান থেকে অনায়াসে দেখে নিতে পারেন সব কোম্পানির ক্যামেরার রিভিউ দরদাম ও দেওয়া থাকবে নো প্রবলেম

# এবার তাদের ডাকছি,,, যারা ফটোগ্রাফি টিপ & ট্রিক্স / টিউটোরিয়াল / ম্যাগাজিন খুজে খুজে হয়রান .....
তারা এখান থেকে এখনই ডাউনলোড যুদ্ধে ঝাপিয়ে পড়ুন আপনাদের পছন্দের ইবুক , ম্যাগাজিন , ইত্যাদি , ইত্যাদি . 

Amateur Photographer – 26 November 2011


 35 of the best photo gifts and all less than 50 pound. Panasonic Lumix DMC-GX1. Flagship CSC.
PDF | 118 pages | 93.7 MB
Download link : Click Here

Amateur Photographer – 19 November 2011


EOS-1DX – first look hands-on preview. New : Panasonic Top End Lumix CSC
Nex-7 : not the leica M9, it might even be better How metering works
PDF | 126 pages | 109.1 MB
Download link : View Link

Professional Photographer (US) – November 2011


And the cover goes to Professional Photographer (US) – November 2011
English | November 2011
PDF | 148 Pages | 102.4 MB
Download link : view here

Popular Photography – December 2011


Best Gear 2011 The PDP Awards – Our Favorite New tools of the year.Dramatic Infrared
Portrait Lighting – How to Popular Photography – December 2011
PDF | 136 pages | 47.6 MB
Download link : View Link .
I you want more magazine than ask me.
I you want filesonic link than also ask me?
Thank you all.
B-)B-)

বিরক্তিকর লিঙ্ক রিডাইরেক্টর adf.ly লিঙ্ক বাইপাস! ঘোড়ার ডিমের ওয়েটিং টাইম আর স্কিপ অ্যাডে ক্লিক করা থেকে চিরমুক্তি

প্রতিদিন সামুতে ঢুকলেই চোখে পড়ে বিরক্তিকর adf.ly এর লিঙ্কওয়ালা পোস্ট। এইগুলাতে ক্লিক করা মানেই ক্যাচাল...৫ সেকেন্ড বসে থাকা...অ্যাড লোড হওয়া দেখা...তারপর স্কিপ অ্যাডে ক্লিক করে কাংখিত লিঙ্কে যাওয়া। এতসব কাপঝাপ করতে গিয়ে মেজাজটাই বিলা হয়ে যায় X( আসুন দেখি এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার উপায়-

গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা- প্রথমে এই লিংকে গিয়ে Add to Chrome বাটনে ক্লিক করে Tampermonkey এক্সটেনশনটি ইন্সটল করে নিন-



তারপর এই লিঙ্কে গিয়ে স্ক্রিপটা ইন্সটল করে নিন। Install বাটনে ক্লিক করার পর OK দিন। ব্যাস, খেল খতম!! ;)




_______________

মোজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা-
প্রথমে এই লিঙ্কে গিয়ে গ্রিজমাংকি এডঅনটা ইন্সটল করে নিন। ব্রাউজার রিস্টার্ট করুন। তারপর এই লিঙ্কে গিয়ে স্ক্রিপটা ইন্সটল করে নিন। ব্রাউজার রিস্টার্ট করুন। কাজ শেষ! :D



_______________________

=> এইবার একটু টেস্ট করে দেখি :P ------ http://adf.ly/3vFMF

সবকিছু ঠিকমত করতে পারলে লিঙ্কটি সুন্দরভাবে অটোম্যাটিক্যালি বাইপাস হয়ে যাবে। হেহে B-)

Tutorial For Adobe Photoshop CS5

Sunday, November 27, 2011

USB drive যদি write protected দেখায় তাহলে সমাধানের উপায়।

মাঝে মাঝে আপনার USB drive (pen drives, memory cards, iPod and other USB mass storage devices) টি write protected দেখায় এবং আপনি কোন delete/Copy করতে পারেন না।

যে সব Message সাধারনত দেখায় তা হল:
* Cannot copy files and folders, drive is write protected * Cannot format the drive, drive is write protected * The disk is write protected * Remove write protection or use another disk * Media is write protected

আসুন দেখি কিভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি।

যে কারনে এই সমস্যা দেখা যায় এবং তার সমাধান :
১। যদি আপনার USB Device টি physical lock থাকে তাহলে এই সমস্যায় পতিত হবেন। তাই এটি Unlock করতে হবে।
২। কিছু কিছু virus আছে যা আপনার PC registry hack করতে পারে। যার দরুন আপনার USB Device টি write protected দেখায়।

পরিত্রানের উপায়:

1. Start Menu থেকে Run গিয়ে লিখুন regedit এবং Enter করুর তাহলে আপনি registry editor এ ঢুকবেন।

2. এখন নিচের path টি Navigate করুন।

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies

Note: যদি Storage Device Policies না থাকে তাহলে Control এর উপর Right click করে New>Key - Select করে আপনাকে এটি create করতে হবে।

3. right pane থেকে WriteProtect এর উপর Double click করে Data Box থেকে Value "0" করুন এবং OK করুন।

4. Registry close করে আপনার computer টি Restart করুন, তারপর পুনরায় connect করুন আপনার USB drive।
আশা করি ইপনার সমস্যা সমাধান হবে।

SHERLOCK

"Name Sherlock Homes,
Address 221B Bekar Street!"

নস্টালজিয়ায় আক্রান্ত হওয়ার জন্য আমার কাছে এই দুটি লাইনই যথেষ্ট! :D
মনে পড়ে SSC পরীক্ষা শেষে স্যার আর্থার কোনান ডয়েলের অবিস্মরণীয় সৃষ্টি শার্লক হোমস এর বঙ্গানুবাদ "শার্লক হোমস রচনা সমগ্র" বুভুক্ষের মতো গিলেছিলাম!
একবার নয়, ৩-৪ বার তো হবেই!
এর আগে থেকেই "তিন গোয়েন্দার" সাথে পরিচয় ছিল বলে শার্লক হোমস, এরকুল পোয়েরো ছিল আমার কাছে পরিচিত নাম।
পছন্দের কোন বই থেকে যখন মুভি বা টিভি Adaptation করা হয় তা বেশীর ভাগ ক্ষেত্রেই পাঠকের মনপূত হয় না।
Harry Potter এর অনেক পাঠককে এর মুভি দেখে হতাশ হতে দেখেছি।
তাই যখন শার্লক হোমস কে নিয়ে Recent TV show "Sherlock" এর খোঁজ পেলাম তখন এটা নিয়ে খুব বেশী আশাবাদি ছিলাম না। TV show না বলে Movie Show-ই বলা ভালো কারণ এর একেকটি পর্বই দেড় ঘন্টা করে! যদিও 1st Season এ পর্ব মাত্র তিনটা।
কি রকম করেছে সেই কৌতুহল থেকে নামিয়ে দেখে ফেললাম প্রথম সিজন।
চমৎপ্রদ বিষয় হলো এটি বর্তমান সময়ের Adaptation! অর্থাৎ এই হোমস উনিশ শতকের হোমস নয় বরং একুশ শতকের হোমস! B-)
এখানে ওয়াটসন ব্লগ লেখে, শার্লক "Science of Deduction" নামে একটি ওয়েবসাইট চালায়, Information এর জন্য যখন তখন ল্যাপটপ/মোবাইল থেকে Google মামাকে খোঁচা মারে, GPRS দিয়ে অন্যের অবস্থান নির্নয় করে!
তবে সময় বদলালেও বদলায়নি আমাদের চিরচেনা শার্লক হোমসের স্বভাব, সামান্য চিন্হ দেখে সব বুঝে ফেলার ক্ষমতা, চোখের পলকে জটিল সমস্যার সমাধান বের করা।
তাই হতাশ হবো ভেবে Sherlock দেখা শুরু করলেও এর প্রথম পর্ব "A Study in Pink" দেখে হতাশা কেটে গেছে নিমেশে! :)



IMDb তে এর রেটিং ৮.৯।
তবে এখানে শার্লক হোমসের ট্রেডমার্ক পাইপ ও টুপি মিসিং! /:)
আধুনিক শার্লক ওগুলো ব্যবহার করেনা। ওয়াটসনেরও ঐ মার্কামারা গোঁফ নেই।
তবে একবার দেখা শুরু করলে ঐ সব ছোটখাটো অনুপস্থিতি আর চোখেই পড়ে না। বইয়ের মতো এখানেও শার্লকের পর্যবেক্ষণ ক্ষমতা আপনাকে অবিভূত করবে।
তবে আমি একটু হতাশ হয়েছি ৩য় পর্ব "The Great Game" এ মরিয়ার্টি কে দেখে। বইতে মরিয়ার্টি সবসময় পর্দার আড়ালেই থাকতো। ডয়েল মরিয়ার্টিকে শুধুমাত্র "The Final Problem" এই শার্লকের মুখোমুখি করিয়েছিলেন। কিন্তু এখানে অনেক আগেই দুই Archenemy মুখোমুখি হয়ে গেল। আর মরিয়ার্টি চরিত্রে লোকটিকে একটু কম বয়সী বলেই মনে হয়েছে। আরো বয়স্ক, ব্যক্তিত্যসম্পন্ন, বিখ্যাত কোন অভিনেতাকে দিয়ে চরিত্রটি করানো যেতো।

তবে আর যাই হোক, বই পড়ার মতই "Sherlock" দেখার সময়ও বোর হবার কোন উপায় নেই! ২০১২ সালের প্রথম দিকেই এর ২য় সিজন এর প্রচার শুরু হবে।
তো শার্লক ভক্তরা দেরী না করে দেখতে বসে যান নয়া "Sherlock"। আশা করি হতাশ হবেন না! B-)

Torrent Download Link
 Click adf.ly Links -> Wait 5 Sec -> Click [Skip Ad]

Latest IT Magazine

Download Link | PDF | 76 Page | 22 MB
 Download Link | PDF | 118 Page | 24MB
 Download Link | PDF | 98 Page | 37 MB
 Download Link | PDF | 98 Page | 41MB
 Download Link | PDF | 120 Page | 46 MB
Click adf.ly Links -> Wait 5 Sec -> Click [Skip Ad]

Essential some Tools For Web Designer & Developers

Web designer & developers who are always used this kind of tools . Now i share you some important tools that may help you.
পোষ্টে আমি নামের ক্ষেত্র কিছু ইংরেজি শব্দ ব্যবহার করায় আশা করি কেউ মনে কষ্ট নিবেননা ।
Click adf.ly Links -> Wait 5 Sec -> Click [Skip Ad]
1। W3c Markup Validation Service: এটি HTML, XHTML, SMIL, MathML ইত্যাদিতে ওয়েব ডকুমেন্টের মার্কআপ ভেলিডেটি চেক করে । আপনি যদি কোন নির্দিষ্ট কন্টেন্ট ভেলিডেট করতে চান যেমন CSS ষ্টাইলশিট, মোবাইল সাপোর্ট কিংবা ব্রোকেন লিংক খুঁজে পেতে চান, এখানে এধরনের টুলস আছে যা নির্দিষ্ট কন্টেন্টের ভেলিডেটি চেক করবে ।

2। Kuler: কুলারের মাধ্যমে আপনি বিভিন্ন কালারতৈরি ও ব্যবহার করতে পারবেন ।


3। BG Patterns: এটি একটি ক্ষুদ্র ওয়েব টুলস যা দিয়ে আপনি মাত্র কয়েক ক্লিকেই সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন তৈরি করতে পারেন 


4। Browser Shots: এটি দিয়ে আপনি আপনার সাইটটি সব ব্রাউজারের জন্য উপযুক্ত কিনা তে চেক করতে পারবেন ।


5। View Link: এর মাধ্যমে আপনি আপনার ছবিতে ওয়াটারমার্ক দিতে পারবেন ।


6। What the Font: আপনি যদি এতে একটি লগো বা ফটো আপলোড করেন যাতে কোন ফন্ট আছে তবে এটি আপনাকে জানিয়ে দিবে লগোবা ফটোটিতে কোন ফন্ট আছে ।

7। Pingdom: এটি আপনার সাইটি ব্রাউজারে লোড হতে কত সময় লাগে তা চেক করে দিবে ।


8। Buttonator: এটি আপনাকে সহজে এবং খুব তাড়াতাড়ি বাটন তৈরি করতে সাহায্য করবে ।


9। Iconfinder: সহজে উচ্চ রেজুলেশনের আইকন খুঁজে পেতে এর জুড়ি নেই ।


10। View Like: বিভিন্ন রেজুলেশনে আপনার সাইটি কেমন দেখাবে তা চেক করুন ।


11। CSS Tidy: আপনার CSS কোডের ভুল গুলো শুধরিয়ে তা একটি অপটিমাইজড কোডে রূপান্তরে এর সাহায্য নিন ।


12। Brands of the World: ভেক্টর লোগো এবং নানা রকম ডিজাইনের সর্ববৃহৎ অনলাইন লাইব্রেরী ।


13। View link: কোন রকম পোগ্রামিং স্কিল ছাড়া কন্টাক্ট ফরম তৈরি করুন ASP, PHP কিংবা Perl ওয়েব সাইটের জন্য ।



14। View Link: কয়েকটি শব্দ টাইপ করে সেটি বিভিন্ন ফন্টে কেমন লাগবে তা চেক করুন ।

15। Color Explorer: যেকোনো ফটো কিংবা আর্ট থেকে কালার ইমপোর্ট করে তা ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইনে কাজে লাগানো যায় ।


16। Copy Paste Character: ওয়েব কারেক্টরগুলো কপি করেপেস্ট করুন যেখানে ইচ্ছে ।


17। View Link: আপনি কি এমন একটি ইউজার নেম খুঁজছেন যা এখন পর্যন্ত বড় কোন সাইটে ব্যবহার হয়নি ? তা হলে চেক করুন নেম চেকারে, আর বের করুন আপনার ইউজার নেমটি কোন জনপ্রিয় সাইটে ব্যবহৃত হচ্ছে কিনা ।


18। URL Check: আপনার ওয়েব সাইটের এভেইলেভিলিটি, পারফরমেন্স কিংবা কন্টেন্ট মনিটর করুন ।


19। View Link: স্পামিং এর হাত থেকে বাচতে আপনার ই-মেইল এড্রেসটি শর্ট লিংকে পরিবর্তন করুন এবং ইচ্ছে মত শেয়ার করুন ।


19। Favicons: যেকোনো ইমেজকে ফেবআইকনে রূপান্তর করুন ।


20। HTML Encoder: যেকোনো লেখা টাইপ করে পেস্ট করে HTML কোড বুঝে নিন ।


21। View Link: আপনার ওয়েবসাইটের ব্রাউজার কম্পাবিলিটি, পেজ রেংক কিংবা আপনার সাইটের কোডিং ষ্টান্ডার্ড চেক করুন ।


22। CSS Sprite Generator: ইমেজের জিপ ফাইল সেন্ড করে CSS কোড বুজে নিন এবং মেইন কোডে এড করুন ।


23। View Link: লোগো ও গ্রফিক্স জেনারেটর ।