Popular Posts

Monday, November 28, 2011

বিরক্তিকর লিঙ্ক রিডাইরেক্টর adf.ly লিঙ্ক বাইপাস! ঘোড়ার ডিমের ওয়েটিং টাইম আর স্কিপ অ্যাডে ক্লিক করা থেকে চিরমুক্তি

প্রতিদিন সামুতে ঢুকলেই চোখে পড়ে বিরক্তিকর adf.ly এর লিঙ্কওয়ালা পোস্ট। এইগুলাতে ক্লিক করা মানেই ক্যাচাল...৫ সেকেন্ড বসে থাকা...অ্যাড লোড হওয়া দেখা...তারপর স্কিপ অ্যাডে ক্লিক করে কাংখিত লিঙ্কে যাওয়া। এতসব কাপঝাপ করতে গিয়ে মেজাজটাই বিলা হয়ে যায় X( আসুন দেখি এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার উপায়-

গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা- প্রথমে এই লিংকে গিয়ে Add to Chrome বাটনে ক্লিক করে Tampermonkey এক্সটেনশনটি ইন্সটল করে নিন-



তারপর এই লিঙ্কে গিয়ে স্ক্রিপটা ইন্সটল করে নিন। Install বাটনে ক্লিক করার পর OK দিন। ব্যাস, খেল খতম!! ;)




_______________

মোজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা-
প্রথমে এই লিঙ্কে গিয়ে গ্রিজমাংকি এডঅনটা ইন্সটল করে নিন। ব্রাউজার রিস্টার্ট করুন। তারপর এই লিঙ্কে গিয়ে স্ক্রিপটা ইন্সটল করে নিন। ব্রাউজার রিস্টার্ট করুন। কাজ শেষ! :D



_______________________

=> এইবার একটু টেস্ট করে দেখি :P ------ http://adf.ly/3vFMF

সবকিছু ঠিকমত করতে পারলে লিঙ্কটি সুন্দরভাবে অটোম্যাটিক্যালি বাইপাস হয়ে যাবে। হেহে B-)

No comments:

Post a Comment