Popular Posts

Sunday, November 27, 2011

SHERLOCK

"Name Sherlock Homes,
Address 221B Bekar Street!"

নস্টালজিয়ায় আক্রান্ত হওয়ার জন্য আমার কাছে এই দুটি লাইনই যথেষ্ট! :D
মনে পড়ে SSC পরীক্ষা শেষে স্যার আর্থার কোনান ডয়েলের অবিস্মরণীয় সৃষ্টি শার্লক হোমস এর বঙ্গানুবাদ "শার্লক হোমস রচনা সমগ্র" বুভুক্ষের মতো গিলেছিলাম!
একবার নয়, ৩-৪ বার তো হবেই!
এর আগে থেকেই "তিন গোয়েন্দার" সাথে পরিচয় ছিল বলে শার্লক হোমস, এরকুল পোয়েরো ছিল আমার কাছে পরিচিত নাম।
পছন্দের কোন বই থেকে যখন মুভি বা টিভি Adaptation করা হয় তা বেশীর ভাগ ক্ষেত্রেই পাঠকের মনপূত হয় না।
Harry Potter এর অনেক পাঠককে এর মুভি দেখে হতাশ হতে দেখেছি।
তাই যখন শার্লক হোমস কে নিয়ে Recent TV show "Sherlock" এর খোঁজ পেলাম তখন এটা নিয়ে খুব বেশী আশাবাদি ছিলাম না। TV show না বলে Movie Show-ই বলা ভালো কারণ এর একেকটি পর্বই দেড় ঘন্টা করে! যদিও 1st Season এ পর্ব মাত্র তিনটা।
কি রকম করেছে সেই কৌতুহল থেকে নামিয়ে দেখে ফেললাম প্রথম সিজন।
চমৎপ্রদ বিষয় হলো এটি বর্তমান সময়ের Adaptation! অর্থাৎ এই হোমস উনিশ শতকের হোমস নয় বরং একুশ শতকের হোমস! B-)
এখানে ওয়াটসন ব্লগ লেখে, শার্লক "Science of Deduction" নামে একটি ওয়েবসাইট চালায়, Information এর জন্য যখন তখন ল্যাপটপ/মোবাইল থেকে Google মামাকে খোঁচা মারে, GPRS দিয়ে অন্যের অবস্থান নির্নয় করে!
তবে সময় বদলালেও বদলায়নি আমাদের চিরচেনা শার্লক হোমসের স্বভাব, সামান্য চিন্হ দেখে সব বুঝে ফেলার ক্ষমতা, চোখের পলকে জটিল সমস্যার সমাধান বের করা।
তাই হতাশ হবো ভেবে Sherlock দেখা শুরু করলেও এর প্রথম পর্ব "A Study in Pink" দেখে হতাশা কেটে গেছে নিমেশে! :)



IMDb তে এর রেটিং ৮.৯।
তবে এখানে শার্লক হোমসের ট্রেডমার্ক পাইপ ও টুপি মিসিং! /:)
আধুনিক শার্লক ওগুলো ব্যবহার করেনা। ওয়াটসনেরও ঐ মার্কামারা গোঁফ নেই।
তবে একবার দেখা শুরু করলে ঐ সব ছোটখাটো অনুপস্থিতি আর চোখেই পড়ে না। বইয়ের মতো এখানেও শার্লকের পর্যবেক্ষণ ক্ষমতা আপনাকে অবিভূত করবে।
তবে আমি একটু হতাশ হয়েছি ৩য় পর্ব "The Great Game" এ মরিয়ার্টি কে দেখে। বইতে মরিয়ার্টি সবসময় পর্দার আড়ালেই থাকতো। ডয়েল মরিয়ার্টিকে শুধুমাত্র "The Final Problem" এই শার্লকের মুখোমুখি করিয়েছিলেন। কিন্তু এখানে অনেক আগেই দুই Archenemy মুখোমুখি হয়ে গেল। আর মরিয়ার্টি চরিত্রে লোকটিকে একটু কম বয়সী বলেই মনে হয়েছে। আরো বয়স্ক, ব্যক্তিত্যসম্পন্ন, বিখ্যাত কোন অভিনেতাকে দিয়ে চরিত্রটি করানো যেতো।

তবে আর যাই হোক, বই পড়ার মতই "Sherlock" দেখার সময়ও বোর হবার কোন উপায় নেই! ২০১২ সালের প্রথম দিকেই এর ২য় সিজন এর প্রচার শুরু হবে।
তো শার্লক ভক্তরা দেরী না করে দেখতে বসে যান নয়া "Sherlock"। আশা করি হতাশ হবেন না! B-)

Torrent Download Link
 Click adf.ly Links -> Wait 5 Sec -> Click [Skip Ad]

No comments:

Post a Comment